বাংলাদেশে বইয়ের অনলাইন বিজনেস
বাংলাদেশে বইয়ের অনলাইন বিজনেস:

বাংলাদেশে বইয়ের অনলাইন বিজনেস:

আধুনিক প্রযুক্তির কল্যাণে পছন্দের বিষয়ে বই খুঁজে পাওয়া এবং বই পড়তে পারা এখন বেশ সহজসাধ্য ব্যাপার। নতুন প্রযুক্তিতে এগিয়েছে বাংলাদেশও। কোভিড মহামারির কারণে ২০২০ সাল থেকেই বাংলাদেশে অনলাইন বেচা-কেনা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন খাতে অনলাইন কেনাকাটার দিকে ঝুঁকেছে মানুষ। চাল-ডালের বাজার থেকে শুরু করে সেটা বই অব্দি পৌঁছেছে। আগে বাংলাদেশি বইয়ের ব্যবসা ছিল অনেকটা নীলক্ষেত আর শাহবাগ-কেন্দ্রিক। সাম্প্রতিক বছরগুলিতে অনলাইন বই ব্যবসা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে ডিজিটাল বাণিজ্যে মানুষের ক্রমবর্ধমান আগ্রহের কারণে। বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম এবং মার্কেটপ্লেস তৈরি হয়েছে, যেগুলো বিভিন্ন ধারায় এবং ভাষায় বইয়ের চাহিদা পূরণ করছে।

বাংলাদেশে এরকমই একটি উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম হলো rokomari.com। এটি বাংলাদেশে অনলাইন বই ব্যবসায় নিজেকে বিশিষ্ট করে তুলেছে আরো আগেই। অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে এরপর boobook.co-র নাম নিতেই হয়। কারণ, অন্যান্য বই ব্যবসায়ীদের দোকানের ফিজিকাল এক্সিস্টেন্স রয়েছে। রকমারির পর একমাত্র বুবুকই নিজস্ব অনলাইন অবকাঠামোর (infrastructure) উন্নয়নের মাধ্যমে একটা ই-বাজার তৈরি করতে পেরেছে। boobook.co থেকে সারা বাংলাদেশের মানুষ যেমন ঘরে বসেই বই কিনতে পারেন, তেমনি বিশ্বের যেকোনো দেশ বিশেষ করে পশ্চিমা দেশগুলো-তে বসেও বই কেনার সুবিধা রয়েছে। সাধারণত সামাজিক বিজ্ঞান বিষয়ক বই নিয়ে কাজ করলেও সিনেমা, ফটোগ্রাফি, পেইন্টিং, সাক্ষাৎকার, প্রবন্ধ-সহ বিভিন্ন বিষয়ে বই রাখে boobook.co। পাঠক-বান্ধব অবকাঠামো, নিরাপদ অর্থপ্রদান ব্যবস্থা, এবং নির্ভরযোগ্য বিতরণ পরিষেবার কারণে boobook.co বইপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

‘বুবুক’ নোকতারই একটি অঙ্গপ্রতিষ্ঠান। কাজেই নোকতার সমস্ত বই boobook.co থেকে কেনার সুযোগ রয়েছে পাঠকের। বাংলাদেশের পাঠকমাত্রই জানেন নোকতা ভিজুয়াল আর্ট নিয়ে কাজ করে। ভিজুয়াল আর্টের নানান ধারা নিয়ে বই প্রকাশ করেছে নোকতা।

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency