আলোচ্য লেখক
মাহমুদুল হোসেন। পেশায় সিস্টেম অ্যানালিস্ট; সফটওয়্যার উদ্যোক্তা। ফিল্ম সোসাইটি অ্যাক্টিভিস্ট। দৃশ্যশিল্প বিষয়ে লেখালিখি করেন। প্রকাশিত গ্রন্থের মধ্যে আছে অন ফোটোগ্রাফি, ক্যামেরা লুসিডা এবং হোয়াট ইজ সিনেমার অনুবাদ এবং আরো ছয়টি মৌলিক প্রকাশনা। সম্পাদনা করেছেন একাধিক দৃশ্যশিল্পবিষয়ক জার্নাল, ছোট কাগজ। চলচ্চিত্র, আলোকচিত্র, চিত্রকলা এবং ভাস্কর্য বিষয়ে কর্মশালা এবং আস্বাদন কোর্সে পাঠদান করে থাকেন। বিভিন্ন চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় জুরি হিসেবে কাজ করেছেন।