আমাদের সম্পর্কে

বুবুকবই সম্পর্কিত যা কিছু, তারুণ্যের অনুপ্রাণনা।

আমদের প্রকাশনায় সমাজবিদ্যাই এযাবৎ কালে প্রাধান্য পেয়েছে; কিন্তু, সর্বাধিক বিষয় বৈচিত্র্যই আমাদের লক্ষ্য। আর সেই সাথে চাইছি বইয়ের বাহ্যিক উপস্থাপনায় ব্যতিক্রমী কিছু করতে। সমাজবিদ্যার পাশাপাশি বুবুক যেকোনো চিন্তা-উদ্দীপক লেখা নিয়েও কাজ করে: সেটা হতে পারে সাক্ষাৎকার, প্রবন্ধ-নিবন্ধ কিংবা কাহিনীভিত্তিক লেখা।

আমরা শুরু করেছিলাম অনলাইনভিত্তিক বই প্রকাশনা দিয়ে। আমাদের লক্ষ্য একটি অনলাইনভিত্তিক “পাঠক-লেখক-প্রকাশক প্ল্যাটফর্ম তৈরি করা। তরুণদের চিন্তা আমাদের প্রকাশিত বইয়ের ভেতর দিয়ে বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে- এমন একটি বাতাবরণ তৈরি করবার স্বপ্ন দেখে বুবুক। আমরা চাই, শুধু বুবুক নয় অন্য আরো সব তরুণ প্রকাশকরা নবীন বৈদন্ধ্যে এবং উপস্থাপনার সৌকর্যে প্রকাশনার নতুন শৈলী উপস্থাপন করুন। বুবুক এমন সকল উদ্যোগে সাধ্যমতো সহযোগিতা করার প্রতিশ্রুতি জানিয়ে রাখছে। বিশ্বাস করি এমন অনেকের মিলিত উদ্যোগেই আমরা একবিংশ শতাব্দীর গ্রন্থভিত্তিক জ্ঞানচর্চার জগতে কার্যকর ভূমিকা পালন করতে পারব।

আমরা প্রস্তুত হয়ে আছি আজকের তরুণদের ভাবনা শুনতে। সেসব ভাবনার নিজস্বতা এবং পূর্বসূরিদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতার খোরাক-এ দুয়ের সমন্বয়ে সৃষ্টি হতে পারে নতুন এক চিন্তার ভাণ্ডার। বুবুক সেই তারুণ্যের মেধাবী প্রকাশের ভেতর দিয়ে পৌঁছুতে চায় ইতিহাসের কালান্তর অথবা সমাজ বদলের নতুন উপত্যকায়।

একজন তরুণ লেখকের প্রথম বই সুন্দর ডিজাইন এবং সঠিক সম্পাদনার মধ্য দিয়ে পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে-এমনটা ভাবতে আমরা ভালোবাসি। চিন্তক তরুণদের প্রথম বই প্রকাশে আমাদের আগ্রহ তাই সবচেয়ে বেশি, তা সে অনুবাদ হোক বা নিজস্ব লেখাই হোক, হোক তা বাংলায় কিংবা ইংরেজিতে।

আমরা বিশ্বাস করি এই যাত্রায় আমাদের আরো অনেক সহগামী প্রয়োজন। আশা করি, আমাদের বুদ্ধির মুক্তির এই অনুশীলনে যুক্ত হবেন আরো অনেকে। দীর্ঘ হবে আমাদের নতুন চিন্তা-চর্চার এই মিছিল।