বুবুকের সেরা কিছু বই
বুবুকের সেরা কিছু বই

বুবুকের সেরা কিছু বই:

প্রকাশনায় বিষয়বৈচিত্র্য থাকলেও বিশেষ করে সমাজবিদ্যার বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করছে বুবুক। একইসাথে বইয়ের বাহ্যিক উপস্থাপনও যেন বইটির বিষয়বস্তুকে পাঠকের কাছে তুলে ধরতে পারে সে বিষয়েও সচেষ্ট বুবুক। সমাজবিদ্যার পাশাপাশি বুবুক যেকোনো চিন্তা-উদ্দীপক লেখা নিয়েও কাজ করে; সেটা হতে পারে সাক্ষাৎকার, প্রবন্ধ-নিবন্ধ কিংবা কাহিনীভিত্তিক লেখা।

অনলাইনভিত্তিক বই প্রকাশনা দিয়ে বুবুকের যাত্রা শুরু হয়েছিল, এবং অনলাইনভিত্তিক “পাঠক-লেখক-প্রকাশক প্ল্যাটফর্ম” তৈরি করতে বুবুক সচেষ্ট। তরুণদের চিন্তা বইয়ের মাধ্যমে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করবার স্বপ্ন দেখে বুবুক।

বুবুক প্রস্তুত আজকের তরুণদের ভাবনা শুনতে। ভাবনার নিজস্বতা এবং পূর্বসূরিদের কাছ থেকে পাওয়া চিন্তার খোরাক—এ দুয়ের সমন্বয়ে সৃষ্টি হতে পারে নতুন কিছুর। বুবুক সেই তারুণ্যের চোখেই প্রকাশ করতে চায় ইতিহাসের পালা-বদল কিংবা সামাজিক পরিবর্তনকে, যা উপলব্ধি করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

একজন তরুণ লেখকের প্রথম বই সুন্দর ডিজাইন এবং সঠিক সম্পাদনার মধ্য দিয়ে পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে—এমনটা ভাবতে আমরা ভালোবাসি। চিন্তক তরুণদের প্রথম বই প্রকাশে আমাদের আগ্রহ তাই সবচেয়ে বেশি, তা সে অনুবাদ হোক বা নিজস্ব লেখাই হোক; হোক তা বাংলায় কিংবা ইংরেজিতে।

বুবুকের সেরা বইগুলোর মধ্যে রয়েছে—

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency