সুজান সনটাগ Archives - Boobook https://boobook.co/bn/product-tag/সুজান-সনটাগ/ Online Book shop Sat, 02 Mar 2024 11:41:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 https://boobook.co/wp-content/uploads/2023/08/cropped-FB-profile-logo_april-2023-32x32.jpg সুজান সনটাগ Archives - Boobook https://boobook.co/bn/product-tag/সুজান-সনটাগ/ 32 32 অন ফটোগ্রাফি https://boobook.co/product/on-photography-2/ https://boobook.co/product/on-photography-2/#respond Sat, 08 Oct 2022 02:01:10 +0000 https://boobook.co/?post_type=product&p=12166 সুজান সনটাগ এই গ্রন্থে তাঁর সমকালের ইমেজ সংস্কৃতি, ইমেজ রাজনীতি এবং ইমেজ-মনস্তত্ত্বকে বুঝতে নানা দিক থেকে এর ওপর আলো ফেলে দেখতে চেয়েছেন। বিশ শতকে, যখন দেখা বিষয়ক প্যারাডাইম পরিবর্তনের কাল মানব জাতির জন্যে, মানুষের দৃষ্টি গ্রাহ্যতা অভিজ্ঞতা এবং বোধের এক পরিণতির দিকে অগ্রসর হচ্ছে এবং ক্রমাগত এই দৃষ্টিগ্রাহ্যতা দখল নিচ্ছে ব্যক্তি, সমাজ, বাস্তবতা, কামনা, বিবেক ও ভোগের- তখন অন ফটোগ্রাফি চিন্তাশীল মানুষকে দারুণভাবে উজ্জীবিত করতে পেরেছিল। অন ফটোগ্রাফিতে সনটাগ দেখিয়েছেন যে ফটোগ্রাফি নিজেই ইমেজের এমন এক প্রতিবেশ সৃষ্টিকরে যে, পৃথিবীর খণ্ডাংশগুলি তাদের প্রাসঙ্গিকতা এবং ইতিহাস থেকে স্থানচ্যুত হয়ে এক পরাবাস্তব দৃষ্টি গ্রাহ্যতায় পরিণত হয়।

 

The post অন ফটোগ্রাফি appeared first on Boobook.

]]>
অন ফটোগ্রাফি, আলোকচিত্র বিষয়ক এক পলেমিকগ্রন্থ। এর তলটি দার্শনিক ও বিতর্কমূলক। সুজান সনটাগ এই গ্রন্থে তার সমকালের ইমেজ সংস্কৃতি, ইমেজ রাজনীতি এবং ইমেজ-মনস্তত্ত্ব কে বুঝতে নানা দিক থেকে এর ওপর আলো ফেলে দেখতে চেয়েছেন। গত কয়েক শতকের, বিশেষত পাশ্চাত্যের গ্রিক ধ্রুপদী দর্শন, রেনেসাঁস পরবর্তী সময়ের সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, স্থাপত্য এবং বিশ শতকের রাজনীতির পাঠ তার লেখার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। বিশ শতকে, যখন দেখা বিষয়ক প্যারাডাইম পরিবর্তনের কাল মানব জাতির জন্যে, মানুষের দৃষ্টি গ্রাহ্যতা অভিজ্ঞতা এবং বোধের এক পরিণতির দিকে অগ্রসর হচ্ছে এবং ক্রমাগত এই দৃষ্টিগ্রাহ্যতা দখল নিচ্ছে ব্যক্তি, সমাজ, বাস্তবতা, কামনা, বিবেক ও ভোগের-তখন অন ফটোগ্রাফি চিন্তাশীল মানুষকে দারুণ ভাবে উজ্জীবিত করতে পেরেছিল। অন ফটোগ্রাফিতে সনটাগ দেখিয়েছেন যে ফটোগ্রাফি নিজেই ইমেজের এমন এক প্রতিবেশ সৃষ্টিকরে যে, পৃথিবীর খণ্ডাংশগুলি তাদের প্রাসঙ্গিকতা এবং ইতিহাস থেকে স্থানচ্যুত হয়ে এক পরাবাস্তব দৃষ্টি গ্রাহ্যতায় পরিণত হয়। এভাবে মানুষের অভিজ্ঞতার ক্ষেত্রে যা ঘটে তা হলো, “makes everyone a tourist in other people’s reality, and eventually in one’s own.” এই ইমেজের সর্বাত্মতা নিয়ে অন ফটোগ্রাফি এক ব্যতিক্রমী গ্রন্থ।

The post অন ফটোগ্রাফি appeared first on Boobook.

]]>
https://boobook.co/product/on-photography-2/feed/ 0