-
লোকশিল্পদর্শন
এ সংকলনের বিষয় হতে পারত লোকশিল্পের প্রকৃতি,
হতে পারত জীবন, হতে পারত নারী,
হতে পারত গৃহস্থালির দ্রব্য বা হাতের যন্ত্র।
এমনকী পোশাক, অবশ্যই অনুষ্ঠান, পট আর পুতুল।
এই সবই আমাদের লোকশিল্প-দর্শনে আছে।এই দর্শন শুধু তালিকা আর সমীক্ষা, ব্যাখ্যা আর বিশ্লেষণ,
বর্গীকরণ আর সংরক্ষণে নেই। বরং তা যেতে চায় তার মর্মে,
তার দর্শনে। শিল্পের এই মর্ম বা দর্শন বা তার আত্মা- তালিকা বা
সমীক্ষা, ব্যাখ্যা আর বিশ্লেষণ, বর্গীকরণ আর সংরক্ষণে কতটা থাকে?
এ সবের যে দরকার নেই তা নয়,
প্রাথমিক ভাবে খুবই দরকার- কিন্তু তার পর তা যেতে চায় তার
মর্মে, তার দর্শনে। সে পর্যায়ে আমাদের যাওয়ার সময় হয়েছে।
যাওয়ার পথে এই লেখাগুলি কাজে লাগবে।বস্তুত শিল্পের মর্ম থাকে তার অস্তিত্বে,
তার রঙরূপলাবণ্যে, তার বস্তুত্বে। না-দেখে, না ছুঁয়ে, না জড়িয়ে
বা সংক্ষেপে ভালোবেসে তার সঙ্গে ঘর না-করে
তাকে পাওয়ার উপায় নেই।এ সংকলনে লোকশিল্পের একদল আদত শিল্পপ্রেমিকের
ঐ ঘর করার অভিজ্ঞতাই আছে-তার মর্ম আছে, দর্শন আছে।